Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘লর্ড অফ দ্য রিংস’-এর ১৩২ চরিত্রের ভয়েসওভার করেছেন অ্যান্ডি সার্কিস

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ১২:০৯ এএম

‘প্ল্যানেট অফ দি এপস’ ট্রিলজির সিজার বা ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির গোলম চরিত্রটির পেছনের মানুষটিকে অনেকেই সরাসরি ছবিতে দেখেনি। তিনি হলেন ব্রিটিশ অভিনেতা অ্যান্ডি সার্কিস। ৫৬ বছর বয়সী অভিনেতা জানান, এক সময়ের স্মিগল নামের হবিট যে পরে অভিশপ্ত আংটির কারণে গোলমে পরিণত হয় তার ভূমিকায় অভিনয় করতে তিনি মেথড ধারা অবলম্বন করেছিলেন। তিনি শুধু ‘লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির ১৩২ চরিত্রের ভয়েসওভার করেছেন। তিনি সম্প্রতি জানান, জে. আর. আর. টলকিনের এপিক অবলম্বনে ‘লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজি, ‘দ্য হবিট’ ট্রিলজি এবং ‘লর্ড অফ দ্য রিংস’ অডিও বুকের জন্য সব মিলিয়ে উল্লেখিত চরিত্রগুলোর ভয়েসওভার করেন। ‘স্টিফেন কোলবেয়ার শো’তে সার্কিস বলেন,বলতেই হয়, আমি আমার সময়ে গুরুত্বপূর্ণ কাজ করেছি: শুধু ‘লর্ড অফ দ্য রিংস’-এর জন্য আমাকে পুরো ছয় সপ্তাহ মাইক্রোফোনের সামনে সময় দিতে হয়েছে; মানসিকভাবে ভীষণ পরিশ্রমসাধ্য কাজ, বিশেষ করে অডিওবুক সহজ কাজ নয়, আমি ফিজিক্যাল অভিনেতা, এখানে আমাকে পুরো শ্রম দিতে হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ