Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত- শেখ তন্ময় এমপি

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৭:২৩ পিএম

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বিএনপি জনগণের মঙ্গল চায় না। তারা জনবিচ্ছিন্ন একটি দল। দেশের উন্নয়ন হলে তাদের কষ্ট লাগে। কখনই দেশের ভাল চায় না। তারা সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে নানা প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। শুক্রবার (১১ মার্চ) বিকালে বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির বর্তমান কাজ বিদেশী কুটনীতিকদের দ্বারে দ্বারে ছোটা। তাদেরকে দেশ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়া। তারা চায় ষড়যন্ত্র করে এদেশের ক্ষমতায় আসতে। কিন্তু তাদের সেই দু:স্বপ্ন কখনই এদের মানুষ সফল হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াবে।

বাধাল ইউনিয়ন আওয়ামী লীগরে সভাপতি ইলিয়াস হোসেন কোতয়ালের সভাপতিত্বে প্রতিনিধি সভায় অন্যাদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ মীর ফহলে সাঈদ ডাবøু, নকীব নজিবুল হক নজু, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম ফরিদ হাসান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিকদার আবুবকর সিদ্দিক, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, কচুয়া উপজেলা উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, বাধাল ইউপি চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, আওয়ামী লীগ নেতা সরদার দেলোয়ার হোসেন, সেলিম সিকদার, সম্্রাট শাহজাহান সেখ প্রমুখ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিনিধি সভা শেষ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ তন্ময় এমপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ