Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধ নিয়ে প্রিন্স উইলিয়ামের বেঁফাস মন্তব্য : বিতর্কের ঝড়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ৩:৩৬ পিএম

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে জনসমক্ষে বেঁফাস মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন ব্রিটেনের রাজকুমার উইলিয়াম।
সম্প্রতি লন্ডনে স্ত্রী কেটকে সঙ্গে নিয়ে ইউক্রেনের একটি সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন উইলিয়াম। সেখানে তিনি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘‘ইউরোপ এ ধরনের যুদ্ধ ও রক্তপাতের ছবির সঙ্গে পরিচিত নয়। আমরা ওদের পাশে রয়েছি।’’ ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত উইলিয়ামের এই মন্তব্য বিভেদমূলক এবং জাতিবিদ্বেষী বলে সমালোচনার ঝড় উঠেছে।
ইউরোপ তথা ব্রিটেনের উপনিবেশবাদের ইতিহাস মনে করিয়ে দিয়ে টুইটারে জনৈক নেটিজেনের মন্তব্য, ‘প্রিন্স উইলিয়াম আসলে বলতে চেয়েছেন, এশিয়া ও আফ্রিকায় যুদ্ধ আর রক্তপাতের ঘটনা স্বাভাবিক। ইউরোপে নয়।’ উইলিয়ামের এই মন্তব্যকে ‘বিরক্তিকর এবং জাতিবিদ্বেষী’ তকমা দিয়ে আর এক জন লিখেছেন, ‘প্রিন্স উইলিয়াম, আপনার পূর্বপুরুষেরা লুটপাট করে, উপনিবেশ গড়ে, গণহত্যা ঘটিয়ে দেশের পর দেশ দখল করেছেন। আপনার দেশ যুদ্ধ দিয়েই গড়া। ইতিহাস তেমনই বলছে।’ আর এক নেট নাগরিক গুগল ঘেঁটে ইউরোপের যুদ্ধের তালিকা বার করে পোস্ট করেছেন। দুই বিশ্বযুদ্ধের পাশাপাশি নব্বইয়ে দশকে যুগোস্লাভিয়ার যুদ্ধে ১ লক্ষ মানুষের মৃত্যু, গণহত্যা ইত্যাদির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে ধিক্কার জানিয়েছেন রাজকুমারকে।
এর আগে ইউক্রেনীয় শরণার্থী প্রসঙ্গে বেফাঁস মন্তব্যের জেরে তোপের মুখে পড়েন বুলগেরিয়া ও পোল্যান্ডের প্রেসিডেন্ট। তাদের বক্তব্য ছিল এরকম যে, ‘ইউক্রেন থেকে যত শরণার্থীই আসুন না কেন, তাদের আশ্রয় দিতে আমরা প্রস্তুত। কারণ ওরা অন্য শরণার্থীদের মতো নন। ওরা শিক্ষিত, বুদ্ধিমান মানুষ।’
জাতিসংঘের তথ্য বলছে, ইউক্রেন-রাশিয়ার সংঘাত শুরুর পর দেশটি থেকে ২০ লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন অন্যত্র। যুদ্ধ পরিস্থিতিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে সেখানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ