Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

আল্লাহ-রাসূলের পথই আউলিয়ায়ে কেরামগণের পথ-বদরপুর পীর সাহেব

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহ্যবাহী দা’ওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা বলেছেন, আল্লাহ-রাসূলের পথই আউলিয়ায়ে কেরামদের পথ। গতকাল শনিবার পটুয়াখালী জেলাধীন বদরপুর দরবার শরীফের বার্ষিক ঈসালে ছাওয়াব মাহফিল ও সুন্নী ইসলামী মহা-সস্মেলনের ১ম দিন বাদ মাগরিব তালিম প্রদানকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। পীর সাহেব বলেন, আল্লাহ ও রাসূলের পথের পথিক হওয়ার জন্যই এই বদরপুরের বার্ষিক মাহফিল। আজ থেকে ৭৬ বৎসর পূর্বে কুতুবে বাঙাল হযরত শাহ্ সাঈয়্যেদ উসমান গণী বদরপুরী (রহ.) মাহফিল শুরু করেন। তদীয় পুত্র কুতুবুল আলাহ হযরত শাহ্ সাঈয়্যেদ আব্দুল রব চিশতী বদরপুরী (রহ.) আল্লাহ ও রাসূলের পথ প্রদর্শন বা মুর্শিদ ছিলেন। আমি গুণাহগার সেই দায়বার এবং দায়িত্ব পালন করে যাচ্ছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ-রাসূল-অলীদের পথে জীবন গড়ি এবং দাওয়াতি কাজে সবাই অংশ গ্রহণ করি। মাহফিলে বাদ আসর ক্বেরাত-হামদ-নাত, বাদ মাগরিব যিকিরের তালিম-বয়ান-মিলাদ তওবা ও মুনাজাত পরিচালনা করেন পীর ছাহেব কেবলা এবং বাদ এশা থেকে রাত ১১টা পর্যন্ত ওয়াজ নছিহত করেন; দরবার শরীফের শাগরিদ ওলামায়ে কেরামগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আল্লাহ-রাসূলের পথই আউলিয়ায়ে কেরামগণের পথ-বদরপুর পীর সাহেব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ