Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ মার্চের পর থেকে বাড়তে পারে গরম

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১১:৩৩ এএম

ফাল্গুন মাসের শেষে এসে প্রকৃতি যেন তাপমাত্রা বাড়ার বার্তাই দিচ্ছে। এরই মধ্যে বিদায় নিয়েছে কুয়াশায় মোড়া শীতের সকাল। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে তাপমাত্রা। সেই বাড়তি তাপমাত্রাই রূপ নেবে মৃদু তাপপ্রবাহে। আগামী ১৫ মার্চের পর থেকেই সেই মৃদু তাপপ্রবাহ বা গরমের দেখা মিলবে বলে মনে করছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।

গরম বাড়বে জানিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘১৫ তারিখের পর থেকে গরম আরও বাড়বে।’
তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হতে পারে এমন প্রশ্নের জবাবে এই আবহাওয়াবিদ বলেন, ‘গতকালকে সর্বোচ্চ ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ৩৪ ডিগ্রি সেলসিয়াসও হয়েছিল।’

তাপদাহ শুরু হলে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে অনেক জায়গায়। যেটাকে মৃদু তাপপ্রবাহ বলে।
শীতের বিদায় প্রসঙ্গে তিনি বলেন, ‘শীত সাধারণত ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে। মার্চে কখনো আমাদের দেশে শীত দেখা যায় না।’
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
সর্বশেষ ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবহাওয়া

২৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ