Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবকে পেতে মরিয়া মোহামেডান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২২ এএম

সাকিব আল হাসানের চাওয়া অনুযায়ী তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সময়ে ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) অংশ নেওয়া হচ্ছে না সাকিবের, যা বিপাকে ফেলেছে মোহামেডানকে। ঐতিহ্যবাহী দলটি এবারও সাকিবকে দলে ধরে রেখেছে। সাথে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজের মত তারকাদের দলে ভিড়িয়েছে। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে মুশফিক-রিয়াদরা যখন দলে ফিরবেন, তখনও সাকিবকে পাওয়া যাবে না ছুটির কারণে। তবে মোহামেডানের চাওয়া, মাঠে ফেরার ছন্দ ফিরে পাওয়ার জন্য হলেও যেন কিছু ম্যাচে সাকিবকে খেলার সুযোগ দেওয়া হয়।
মোহামেডানের ক্রিকেট কমিটির সিনিয়র সহ-সভাপতি এ জি এম সাব্বির গণমাধ্যমকে বলেন, ‘কীভাবে আমরা সাকিবকে এই মৌসুমে কিছু ম্যাচের জন্য হলেও পেতে পারি সেটার জন্য বোর্ডের সাথে কথা বলব। সাকিব যখন ক্রিকেটে ফিরবে তখন ওরও কিছু ম্যাচ দরকার। আমরা বোর্ডকে সেই প্রস্তাব দিব, বোর্ড যদি বিবেচনা করে।’ সাকিব যখন দক্ষিণ আফ্রিকা সফরে খেলছেন না, তখন কি ডিপিএলে খেলার কোনো সুযোগ আছে? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘সবার আগে দেশ, তারপর ক্লাব। বাংলাদেশের হয়ে পারফর্ম করেই সে আজ বিশ্ব ক্রিকেটে সুপারস্টার। আমরা দেখতে চাই সাকিব বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। তারপর যদি ক্লাবের জন্য খেলার সুযোগ থাকে, ইনশাআল্লাহ খেলবে।’
সাকিব যদি ডিপিএলে খেলতেও চান, সেক্ষেত্রে তাকেই বলতে হবে ছুটি কমিয়ে আনার কথা। সাব্বির জানান, ‘সাকিব যে সময় পর্যন্ত ছুটি চেয়েছিল তখন দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে যায় এবং লিগের সুপার লিগের ম্যাচগুলো বাকি থাকে। সেক্ষেত্রে সাকিব যদি মোহামেডানের জন্য খেলতে চায় সেটা সাকিবকেই বলতে হবে। আমরা চাই সাকিব খেলুক। তবে সেক্ষেত্রে বোর্ড থেকে সবুজ সংকেত নিয়েই সাকিবকে খেলতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ