মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক তৎপরতার রিয়েল-টাইম তথ্য পেতে আগামী কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন এই ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার জাতীয় মহাকাশ উন্নয়ন প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন কিম জং উন। সেসময় তিনি জানান, বেশ কয়েকটি সামরিক পর্যবেক্ষণ স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হবে। গত বছর ঘোষিত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় এসব স্যাটেলাইট পাঠানো হবে বলে জানান তিনি। কিম জং উন জানান এসব স্যাটেলাইট কেবল তথ্য সংগ্রহ করবে না। বরং এগুলো উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা, আত্মরক্ষার বৈধ অধিকার চর্চা এবং দেশের গৌরব বাড়াতেও ভ‚মিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার পর্যবেক্ষণ স্যাটেলাইট পাঠাতে চাওয়ার কর্মসূচি দেশটির পারমাণবিক অস্ত্র পরীক্ষার কর্মসূচির মতোই বিতর্কিত হবে। কারণ এসব স্যাটেলাইট পাঠাতে নিষিদ্ধ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হবে। উত্তর কোরিয়া জানায় গত ২৭ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ দুইটি স্যাটেলাইট ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন কর্তৃপক্ষ দাবি করে এই পরীক্ষায় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।