মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর ২৪ পরগনার ইছাপুরে এক বৃদ্ধাকে হত্যার দায়ে অঞ্জন চৌধুরী নামে এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিক্ষুকের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্য মতে, গত রোববার রাতে প্রতিবেশী এক মহিলা সিক্তা চট্টোপাধ্যায় নামে ওই বৃদ্ধার ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে কলিং বেল টিপলেও বৃদ্ধার সাড়া না পেয়ে পাড়ার লোকেদের বিষয়টি জানান। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পান। তদন্ত নেমে পুলিশ ভিক্ষুক অঞ্জনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ৬ বছর আগে অঞ্জনের একটি পা ট্রেনে কাটা পড়ে। নকল পা কেনার জন্য তাকে ১৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই বৃদ্ধা। রোববার সেই টাকা চাইতে গিয়েছিলেন তিনি। তবে টাকা দিতে বৃদ্ধা অস্বীকার করতেই প্রথমে তাকে শাড়ির আঁচল দিয়ে শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন। তারপর মৃত্যু নিশ্চিত করতে ছুরি দিয়ে গলা কেটে দেন। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, সেই টাকা না পেয়েই বৃদ্ধাকে খুন করেছেন অঞ্জন। অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে পুলিশ। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।