মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংকটের মুখে পড়েছে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। সংস্থাটি বুধবার ইউক্রেনে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যক্তির ওপর কমপক্ষে ১৮টি হামলার ঘটনার সমালোচনা করেছে। এসব হামলার সত্যতা যাচাই করা হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পরে ইউক্রেনের স্বাস্থ্যসেবা ব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে। এদিকে, ডবিøউএইচও’র জরুরি বিষয়ক পরিচালক মিশেল রিয়ান সতর্ক করে দিয়ে বলেন, এ যুদ্ধ বহুমাত্রিক স্বাস্থ্য সংকট সৃষ্টি করছে। দুই সপ্তাহের এ সহিংসতার কারণে এরই মধ্যে প্রায় ২২ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে। এক সংবাদ সম্মেলনে মিশেল রিয়ান বলেন, হাসপাতাল, ক্লিনিকসহ প্রায় এক হাজার স্বাস্থ্য স্থাপনা যুদ্ধক্ষেত্রের মাত্র ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা ব্যবস্থা এ যুদ্ধের কবলে পড়ছে।’ এদিকে, ডবিøউএইচও’র প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস বলেছেন, ডবিøউএইচও এ পর্যন্ত অন্তত স্বাস্থ্য স্থাপনা, স্বাস্থ্য কর্মী ও অ্যাম্বুলেন্সের ওপর ১৮টি হামলার ঘটনা যাচাই করেছে। এসব হামলায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে ডবিøউএইচও’র প্রধান বলেন, ‘এসব হামলার ঘটনায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পুরো কমিউনিটি উদ্বিগ্ন হয়ে পড়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।