Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বইমেলায় গাজী মাজহারুল আনোয়ারের বই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২২, ১২:২৮ এএম

‘জয় বাংলা, বাংলার জয়’ গানের স্রষ্টা ও উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের গ্রন্থ ‘অল্প কথার গল্প গান’ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটিতে তার লেখা বিখ্যাত ও জনপ্রিয় গান সৃষ্টির নেপথ্যের গল্প তুলে ধরা হয়েছে, যা পাঠকদের চমৎকৃত করবে। গ্রন্থটি প্রকাশ করেছে ভাষাচিত্র। বইটি পাওয়া যাচ্ছে। ভাষাচিত্র প্রকাশনীর ৩৮১-৩৮৪ নম্বর প্যাভিলিয়নে। আজ বিকাল ৪টায় তিনি মেলায় আসবেন। সঙ্গে থাকবেন তার দুই সন্তান সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার ও সরফরাজ আনোয়ার উপল। ভাষাচিত্রের প্রকাশক খন্দকার মনিরুল ইসলাম বলেন, গত বছরের স্যারের জন্মদিনে ‘অল্প কথার গল্প গান বই’-এর প্রকাশনী উৎসব করি। বইটির ব্যাপক চাহিদার কারণে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছি। আমরা চাচ্ছি, স্যার নিজে স্টলে থেকে তার ভক্তদের হাতে অমূল্য এই গ্রন্থটি তুলে দিক। গাজী মাজহারুল আনোয়ার বলেন, বইমেলায় যাবো যাবো করেও যাওয়া হচ্ছিল না, অবশেষে একটা উপলক্ষে যাওয়া হচ্ছে। আশা করছি, ভক্তদের সঙ্গে সময়টা উপভোগ করতে পারবো। উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার যার লেখা ৩টি গান বিবিসি’র তালিকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গানের তালিকায় স্থান পেয়েছে। তিনি ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করেছেন। এছাড়া দেশে-বিদেশে অসংখ্য পুরস্কার লাভ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বইমেলায় গাজী মাজহারুল আনোয়ারের বই
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ