Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভর্তি পরীক্ষার প্রশ্নে উত্তর ‘ঝাপসা’ থাকার অভিযোগ

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাণিজ্য অনুষদের পর এবার কলা ও মানববিদ্যা অনুষদের (বি১) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নে ‘অভিনব পন্থায়’ উত্তর ঝাপসা করে দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার অনুষদটির মৌখিক পরীক্ষা দিতে আসা বেশ কয়েকজন শিক্ষার্থী এ অভিযোগ করেন। তারা দাবি করে বলেন মোট ১০০ নম্বরের এম সি কিউ পরীক্ষার মধ্যে বেশিরভাগ প্রশ্নেরই সঠিক উত্তর তূলনামূলকভাবে ‘ঝাপসা’ করা ছিল।
অনুষদটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারি খালিদ বিন ওয়ালিদ ও খোরশেদ আলম অভিযোগ করে বলেন, ‘বি১ ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার প্রশ্নেই উত্তর ঝাপসা করা ছিল। আমরা প্রথমে খেয়াল করিনি। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসে। উত্তরগুলো এমনভাবে ঝাপসা করে দেয়া ছিল যেন এর মাধ্যমে সাংকেতিকে কাওকে উত্তর বুঝিয়ে দেয়া হয়েছে। এ সময় তারা দাবি করে সেট কোড ২ প্রশ্নটি দেখলেই বেশির ভাগ প্রশ্নেরই উত্তর ঝাপসা করে দেয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। ’
তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, ‘অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রশ্নপত্রে উত্তর ঝাপসা থাকার মতো কোন বিষয় আমাদের চোখে পড়েনি। কোন একটি চক্র বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ করার উদ্দেশ্যেই সুপরিকল্পিতভাবে ভর্তি পরীক্ষার প্রশ্নে উত্তর ঝাপসা থাকার বিষয়টি অপপ্রচার চালাচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী বলেন, ‘আমরা প্রশ্ন অনেক যাচাই বাছাই করেছি। তবে এ ধরনের কোন কিছ্ইু আমাদের চোখে পড়েনি। মৌখিক পরীক্ষার দিন এ ধরনের অভিযোগ কে বা কারা কেন তুললো তা খতিয়ে দেখা উচিত। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভর্তি পরীক্ষার প্রশ্নে উত্তর ‘ঝাপসা’ থাকার অভিযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ