Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

নারীদিবসে নারীদের অপমান, ক্ষমা চাইল ফ্লিপকার্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ৪:৫৫ পিএম

নারীদিবসেই মহিলাদের অপমান করার অভিযোগ উঠল জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্টের বিরুদ্ধে। যা নিয়ে সরগরম হয়ে ওঠে নেটদুনিয়া। বিতর্কের আঁচ চতুর্দিকে ছড়াতে শুরু করলে ড্যামেজ কন্ট্রোলে নামে অনলাইন শপিং কোম্পানি। তাদের তরফে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়।

৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয়েছে নারীদিবস। সমাজের সব স্তরে মহিলাদের কৃতিত্বের জন্য তাদের কুর্নিশ জানিয়েছে গোটা দুনিয়া। কিন্তু এই বিশেষ দিনেই বিতর্কের কেন্দ্রে ফ্লিপকার্ট। ঠিক কী এমন করল ই-কমার্স সংস্থাটি? আসলে নারীদিবস উপলক্ষে বেশ কিছু অফার নিয়ে হাজির হয়েছিল ফ্লিপকার্ট। তারই মেসেজ ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু সমস্যা হল, মেসেজে উল্লেখ ছিল, রান্নাঘর কিংবা রান্না সংক্রান্ত জিনিসপত্র ও খাদ্যসামগ্রীতেই মিলবে বিশেষ ছাড়। আর এতেই চটে যান মহিলারা। তাদের অভিযোগ, এভাবেই যেন ভারতীয় সংস্থাটি বুঝিয়ে দিতে চাইছে, মহিলা স্থান রান্নাঘরেই।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ফ্লিপকার্টের তরফে পাঠানো একটি এসএমএস। যেখানে লেখা ছিল, “প্রিয় গ্রাহক, আসুন, সকলে মিলে নারীদিবস উদযাপন করি। চটজলটি কিনে ফেলুন রান্নাঘরের জিনিসপত্র। মাত্র ২৯৯ টাকা থেকে শুরু।” এই মেসেজ নিয়েই আপত্তি জানান মহিলারা। তাঁদের দাবি, বাড়ির মেয়ে, বউ, মায়েদের স্থান যে রান্নাঘরে, এখনও সমাজের তথাকথিত ধারণা থেকে যেন বেরিয়ে আসতে পারেনি ফ্লিপকার্ট। সেই জন্যই নারীদিবসে শুধুমাত্র রান্না সংক্রান্ত পণ্যেই অফার দেওয়া হচ্ছে। ই-কমার্স সাইটটিতে গেলেও দেখা যায়, শুধুমাত্র ‘গ্রসারি’ বা খাদ্যসামগ্রীর সেকশনে বিশেষ অফার দেওয়া হচ্ছে। সঙ্গে লেখা, নারীদিবস উপলক্ষেই এই অফার।

এরপরই সোশ্যাল মিডিয়ায় শপিং অ্যাপটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনেকেই। বলেন, এমন মানসিকতা বদলের অত্যন্ত প্রয়োজন। নেটদুনিয়া সরগরম হয়ে উঠলে আসরে নামে ফ্লিপকার্ট। টুইটারে জানায়, “আমরা ভুল করে ফেলেছি। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ইচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত দিতে চাইনি আমরা।” তবে ক্ষমা চাইলেও নারীদের নিয়ে ফ্লিপকার্টের মানসিকতায় কোনও পরিবর্তন ঘটল কি না, তা নিয়ে সন্দিহান মহিলা গ্রাহকরা। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ