বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। গ্রেফতারকৃত যুবকে নাম আবু ইউসুফ (২৯)। সে দলটির সক্রিয় সদস্য ও জেলার নায়েবে আমিরের দায়িত্বে পালনকরছিলেন।
গত মঙ্গলবার রাতে শাহজাহানপুরে উপজেলার ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউসুফ বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত ইউনুস আলী সরদারের ছেলে।
বৃহষ্পতিবার পুলিশ জানায়, গ্রেফতার ইউসুফ বগুড়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থাতে আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। আইটি বিষয়ে তার দক্ষতা থাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম, দাওয়াত ও যোগাযোগ রক্ষার কাজ করতেন তিনি।
এজন্য সংগঠনটি তাকে প্রতিমাসে আর্থিক অনুদান দিতো। এন্টি টেররিজম ইউনিট ১৫ ফেব্রুয়ারি তিন জঙ্গিকে গ্রেফতার করে । পরে তারা রিমান্ডে আবু ইউসুফের নাম বলেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়।
শাজাহানপুর থানার ওসি আবু আব্দুল্লাহ মামুন জানান, ঢাকা থেকে আসা এন্টি টেররিজম ইউনিটের দল ইউসুফকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।