Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ন্যক্কারজনক অসমতায় শঙ্কা গুতেরেসের

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ও সংক্রমণ বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেছেন, মহামারির দুই বছর পার হলেও এটি এখনো শেষ হয়নি। ভ্যাকসিন সরবরাহে ‘ন্যক্কারজনক অসমতার’ কারণে মহামারি দীর্ঘায়িত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন। মহামারি শুরুর দ্বিতীয় বর্ষপূতির্তে বুধবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে ৪৪ কোটি ৬০ লাখেরও বেশি লোক আক্রান্ত এবং ৬০ লাখেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। এছাড়া অসংখ্য লোক মানসিক সঙ্কটে ভুগছে। তিনি স্বাস্থ্য খাতে নজিরবিহীন পদক্ষেপ নেয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, অত্যন্ত দ্রæততার সাথে ভ্যাকসিন তৈরির কারণে বিশ্বের অনেক অঞ্চলেই করোনা নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু করোনা চলে গেছে এটা ভাবাটা খুব ভুল হবে। তিনি বলেন, ভ্যাকসিন সরবরাহে এখনো ন্যক্কারজনক অসমতা রয়েছে। গুতেরেস আরো বলেন, প্রতিমাসে দেড় শ’ কোটি ডোজ ভ্যাকসিন তৈরি হচ্ছে। কিন্তু প্রায় তিন শ’ কোটি লোক ভ্যাকসিনের প্রথম ডোজের অপেক্ষায় দিন গুনছে। তিনি বলেন, এটি নীতি ও বাজেট বিষয়ক সিদ্ধান্তের প্রত্যক্ষ ফল। কারণ এই নীতি গরীব দেশের তুলনায় ধনী দেশের জনগণের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিচ্ছে। মহাসচিব মানব ইতিহাসের দুঃখজনক এই মহামারি অবসানে সকলকে আবারো প্রচেষ্টা চালানোর আহŸান জানান। অপর এক খবরে বলা হয়, করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ৭৯৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৯ হাজার ৮৮৩ জন। এর আগে মঙ্গলবার ৪ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ১১ লাখ ৫৪ হাজার জন রোগী শনাক্ত হয়েছিল। বুধবার করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ৪৪ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার ৯১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ৪৩৫ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৭১৪ জন এবং মারা গেছেন ১৮৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৬৫২ জন এবং সংক্রমিত হয়েছেন ৬৬ হাজার ৫৭৬ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ১ হাজার ১১৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১৩ জন এবং মারা গেছেন ৫৮৩ জন। ব্রাজিলে মারা গেছেন ৫১৮ জন এবং সংক্রমিত হয়েছেন ৭৫ হাজার ৪৯৫ জন। ভারতে মারা গেছেন ১৪৫ জন এবং সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৮০ জন। ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৯০০ জন এবং মৃত্যু হয়েছে ২১২ জনের। এছাড়া তুরস্কে ১৩০ জন, ইতালিতে ১৮৪ জন, ইন্দোনেশিয়ায় ৪০১ জন, ফ্রান্সে ১৬৭ জন, চিলিতে ৩৪ জন, আর্জেন্টিনায় ৫৯ জন, ইরানে ১৪৪ জন, জাপানে ১১৪ জন, রোমানিয়ায় ৯৭ জন, হাঙ্গেরিতে ৫৯ জন এবং মেক্সিকোতে ৪২ জন জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ