Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইকনিক স্টার অ্যাওয়ার্ডস প্রদান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

দ্বিতীয়বারের মতো বিশাল পরিসরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ডস-২০২২। গত ৭ মার্চ সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই অনুষ্ঠান হয়। এর আগে ২০২১ সালের ১৩ মার্চ প্রথমবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছিল এই স্টার অ্যাওয়ার্ড। এবার পুরষ্কার দেওয়া হয়েছে চলচ্চিত্র, টিভি, মিউজিক, নিউজ প্রোজেনটেশন, নৃত্য ও সমাজের আইকনিক কিছু ব্যক্তিবর্গকে। চলচ্চিত্র বিভাগে পুরষ্কার পায়েছেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, অপু বিশ^াস, নিরব, পরীমনি, দিঘী, জয় চৌধুরী এবং চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী ও দেবাশীষ বিশ^াস। টিভি নাট্যশিল্পী হিসেবে পুরষ্কার গ্রহণ করেন আফরান নিশো, জিয়াউল হক পলাশ, মেহজাবিন, কেয়া পায়েল এবং নির্মাতা তপু খান। নিউজ প্রোজেনটেশনে মিজান খন্দকার। সঙ্গীতে পিন্টু ঘোষ ও কোনাল, নৃত্যশিল্পী হিসেবে সোহাগ ও নাদিয়া এবং পোগ্রাম কোরিওগ্রাফীতে গৌতম সাহা পুরষ্কার পান। এছাড়া সাংবাদিকতায় দুইজনকে পুরস্কৃত করা হয়। শুধু শোবিজ অঙ্গনের তারকারাই নন, সমাজের সর্বক্ষেত্রের আইকনিক ব্যক্তিত্ব উপস্থিত থেকে পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ও ফোবানা’র চেয়ারপারসোন মি. জাকারিয়া চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইকনিক স্টার অ্যাওয়ার্ডস প্রদান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ