মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিদেশিরা রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যোগ দিলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভহেন ইয়েনিন। আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের জাতীয় সংবাদ সংস্থা ইউক্রিনফরমের বরাত দিয়ে প্রতিবেদন বলা হয়, ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন স্বেচ্ছাসেবক হিসেবে যেসব বিদেশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে অংশ নেবেন তাদেরকে ইউক্রেনের নাগরিকত্ব দেওয়া হবে।
ইয়েনিন বলেন, 'ইউক্রেন যুদ্ধে যোগ দিতে চাওয়া বিদেশিদের জন্য আন্তর্জাতিক লিজিয়ন অব টেরিটোরিয়াল ডিফেন্স বিভাগ খোলা হচ্ছে। আগ্রহীরা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় লড়াই করবেন।'
তার মতে, যুদ্ধে যোগ দিতে ইচ্ছুক বিদেশি স্বেচ্ছাসেবকদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
তিনি আরও বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধে অংশ নেওয়া নাগরিকরা সামরিক পাসপোর্টের মাধ্যমে চাইলে ইউক্রেন বসবাস করতে পারবে। এমনকি তারা ইউক্রেনের নাগরিক হতে চাইলে তাদেরকে নির্দিষ্ট আইনের মাধ্যমে নাগরিকত্বও প্রদান করা হবে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছেন, ইউক্রেনের হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশিরা ইউক্রেনে আসছেন। ইতোমধ্যে ১৬ হাজার বিদেশি যোদ্ধা ইউক্রেনে অবস্থান করছে বলে জানান তিনি। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।