Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

রাশিয়ার বিমান নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ৫:১৭ পিএম

যুক্তরাজ্যের আকাশসীমায় যেকোনো ধরনের রুশ বিমান প্রবেশকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে দেশটি। মঙ্গলবার এক টুইটের মাধ্যমে যুক্তরাজ্যের পরিবহন সচিব গ্র্যান্ট শ্যাপস বিষয়টি জানিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির বিমান কর্তৃপক্ষের পরিবর্তে পুলিশ বিভাগ এই নিষেধাজ্ঞার বিষয়টি তদারকি করবে।
বুধবার স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তাঁদের জানা উচিত, আমরা তাঁদের বিমান বাজেয়াপ্ত করতে পারি এটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে পারি।’ এ ছাড়া এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নতুন এই আইন এরই মধ্যে যুক্তরাজ্যে উপস্থিত রাশিয়ায় বিমানগুলোকে আটক করতে সরকারকে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে।’
বিষয়টি এখানেই সীমাবদ্ধ নেই। বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক দপ্তর রাশিয়ায় বিমান ও মহাকাশ-সংক্রান্ত পণ্য ও প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করে নতুন বাণিজ্যিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এ ছাড়া রয়েছে, সেক্টরে বিমা পলিসি বাতিল করা এবং যুক্তরাজ্যের বিমাকারীদের দাবি পরিশোধ করতে নিষেধ করা অন্যতম।
এর আগে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরপরই ব্রিটেন প্রাথমিকভাবে ‘রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিমালিকানাধীন, চার্টার্ড বা পরিচালিত বা রাশিয়াতে নিবন্ধিত’ যে কোনো ধরনের বিমান যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ করেছিল। সূত্র : স্কাই নিউজ



 

Show all comments
  • jack ali ৯ মার্চ, ২০২২, ৫:৩৩ পিএম says : 0
    দেশ স্বাধীন করে কি লাভ টা হল পাকিস্তানিরা শুধু 71 সালে অত্যাচার করেছে আর স্বাধীনতার পর রক্ষীবাহিনী জঘন্যতম তার চালিয়েছে পাকিস্তানী বাহিনীকে হারিয়ে দিয়েছে বছরের-পর-বছর এখন সেই 2014 সাল থেকে মানুষ এরপর জঘন্যতম অত্যাচার করছে এবং তাদেরকে মেরে ফেলছে উচ্চার করতে করতে>>আল্লাহ সবকিছু ভিডিও করে রাখছে ছাড় পাবেন আল্লার কাছে সরাসরি জাহান্নামে দিবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ