Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার তেল-গ্যাসে নিষেধাজ্ঞা চায় যুক্তরাষ্ট্র, ইউরোপের অসম্মতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২২, ১২:৩৭ এএম

ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়াকে আর্থিকভাবে চাপে রাখতে সে দেশ থেকে অশোধিত তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি ক্রমশ জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্র অবিলম্বে এই নিষেধাজ্ঞা জারি করতে চায়। কারণ, রাশিয়ার অর্থনীতি তেল ও গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল। রাশিয়াকে চাপে রাখতে এই পদক্ষেপ নিতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এই নিষেধাজ্ঞা জারি হলে রাশিয়া তো বটেই, সেই সঙ্গে ইউরোপের দেশগুলিও প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে। জার্মানি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের নেতারা সোমবার (৭ মার্চ) জানিয়ে দিয়েছেন, তারা রাশিয়ার গ্যাসের উপর খুব বেশি নির্ভরশীল। -রয়টার্স, বিবিসি, ডয়েচে ভেলে

রাশিয়া জানিয়েছে, যদি তেল ও গ্যাসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম বেড়ে হবে তিনশ ডলার। আর কোনো রকম নিষেধাজ্ঞা জারি হলে তারা প্রথমেই জার্মানিসহ ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। জার্মানির চ্যান্সেলর শলৎস জানিয়েছেন, বার্লিন রাশিয়ার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি সমর্থন করে কিন্তু ইউরোপের মানুষের জীবনধারণের জন্য রাশিয়া থেকে গ্যাস পাওয়া খুবই জরুরি। এক বিবৃতিতে শলৎস বলেছেন, শিল্প, বিদ্যুৎ সরবরাহ, যানবাহন, হিটিংয়ের জন্য ইউরোপ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। এই মুহূর্তে তা অন্য কোনো জায়গা থেকে পাওয়া সম্ভব নয়।

সরকারি সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জার্মানির আমদানির ৩৮% হলো রাশিয়ার গ্যাস। জার্মানির বিদ্যুৎ উৎপাদনের ৫% এর ১%-ই গ্যাসের উপর নির্ভরশীল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “রাশিয়ার তেল ও গ্যাসের উপর থেকে নির্ভরতা কমানো ঠিক পথ। তবে এটা ধাপে ধাপে করতে হবে। লন্ডনে নেদারল্যান্ডস ও ক্যানাডার প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর জনসন বলেছেন, আমাদের আগে বিকল্প গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। আমরা একটা বিকল্পের কথা ভাবছি, সেটা হলো আমাদের হাইড্রোকার্বন ব্যবহার করা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন, তারা আর রাশিয়া থেকে অপরিশোধিত তেল নেবেন না। তবে কানাডা হলো বিশ্বের চতুর্থ বড় তেল উৎপাদক দেশ। ফলে তারা রাশিয়ার তেলের উপর নির্ভরশীল নয়।

ইউরোপের অন্য দেশগুলির তুলনায় যুক্তরাজ্য রাশিয়ার গ্যাসের উপর অনেক কম নির্ভরশীল। কিন্তু জনসন বলেছেন, ইউরোপের দেশগুলি সকলে মিলে একটা দিকেই চলুক, এটা জরুরি। তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার তেল ও গ্যাসের উপর কমবেশি নির্ভরশীল। রাশিয়া থেকে তেল ও গ্যাসের সরবরাহ রাতারাতি বন্ধ করা সম্ভব নয়।”ডাচ প্রধানমন্ত্রী বলেছেন, “রাশিয়ার তেল ও গ্যাসের উপর থেকে নির্ভরশীলতা কমাতে সময় লাগবে। কষ্টকর বাস্তব হলো, ইউরোপের দেশগুলি রাশিয়ার গ্যাসের উপর খুব বেশি করে নির্ভরশীল। জার্মান চ্যান্সেলর শলৎস বলেছেন, রাশিয়ার উপর নির্ভরশীল বলেই ইউরোপ জেনে-বুঝে রাশিয়ার তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করেনি। শলৎস বলেছিলেন, রাশিয়ার তেল ও গ্যাসের বিকল্প খুঁজে বের করতে গত কয়েক মাস ধরে ইউরোপের দেশগুলি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটা রাতারাতি হওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার ফ্রান্সে ইইউ নেতাদের শীর্ষ সম্মেলন হতে পারে। সেখানে রাশিয়ার তেল ও গ্যাসের উপর থেকে নির্ভরশীলতা কীভাবে কাটানো হবে, তার পরিকল্পনা পেশ করা হতে পারে। ইউরোপীয় কমিশনও এই সপ্তাহে একটি পরিকল্পনা পেশ করতে পারে। যুক্তরাষ্ট্র মনে করে, রাশিয়ার উপর নির্ভরশীলতা কাটানোর জন্য ইউরোপের পরিকল্পনা রূপায়ণে অনেক সময় লাগবে। যুক্তরাষ্ট্র অবিলম্বে রাশিয়ার উপর তেল ও গ্যাস সরবরাহে নিষেধাজ্ঞা জারি করতে চায়। যুক্তরাষ্ট্রের পক্ষে এই চাপ দেয়া সহজ, কারণ, তারা ইউরোপের দেশগুলির মতো রাশিয়ার তেল ও গ্যাসের উপর নির্ভরশীল নয়। বাইডেন বিষয়টি নিয়ে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। ইউরোপীয় নেতারা বলেছেন, রাশিয়ার উপর যাতে আর্থিক চাপ বাড়ে সেই লক্ষ্যে তারা কাজ করবেন।



 

Show all comments
  • Jahangir Alam ৯ মার্চ, ২০২২, ৯:৫৯ এএম says : 0
    চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। নতুন করে আর কি প্রভাব পড়ার এমনিতেই দ্রব্যমূল্যের চাপে পিষ্ট।
    Total Reply(0) Reply
  • Md. Mainul Hasan ৯ মার্চ, ২০২২, ১০:০০ এএম says : 0
    বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ুক না পড়ুক বাংলাদেশে কিন্তু এর প্রভাব পড়ে গেছে। এই কয়দিনে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে এতে বুঝা যাচ্ছে এই যুদ্ধের একমাত্র ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ।
    Total Reply(0) Reply
  • Nurul Amin ৯ মার্চ, ২০২২, ১০:০০ এএম says : 0
    ইউরোপের উচিত ছিলো রাশিয়ার ক্রিমিয়া দখলের পর থেকে রাশিয়ার থেকে জ্বালানি আমদানি কমিয়ে দেয়া।
    Total Reply(0) Reply
  • Nazmul Huq Noman ৯ মার্চ, ২০২২, ১০:০০ এএম says : 0
    কিন্তু প্রশ্ন হচ্ছে রাশিয়ার তেল যদি পশ্চিমা বিশ্ব না নেয় বা রাশিয়া বিক্রি বন্ধ করে দেয়। তবে রাশিয়া তো তেলকুপ বন্ধ করে দিবে না সে বিকল্প বাজার খুজবে আর তৃতীয় পক্ষ হয়ে সে তেল পশ্চিমাদের হাতেও পৌঁছাতে পারে। তাই তেলের দাম বাড়ার কারণ আছে কি
    Total Reply(0) Reply
  • Melon Mia ৯ মার্চ, ২০২২, ১০:০০ এএম says : 0
    রাশিয়ার বেলায় মিডিয়া যত লেগেছে ফিলিস্তিন,সিরিয়া, ইরাকের, আফগানিস্তানের বেলায় ততটা দেখা যায় না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ