মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পোলিশ সীমান্ত রক্ষী বাহিনীর তথ্য অনুযায়ী, ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ১২ লাখ মানুষ পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। শুধুমাত্র সোমবারই এক লাখ ৪১ হাজার ৫০০ মানুষ ইউক্রেন থেকে পোল্যান্ডে প্রবেশ করেছে বলে তারা জানিয়েছে। ইউক্রেন থেকে যারা বিভিন্ন দেশে পালিয়ে যাচ্ছেন, তাদের ৯০ শতাঙ্কই নারী ও শিশু। একটি গবেষণায় জানা গেছে, এদের ৪০ শতাঙ্ক পোল্যান্ড থেকে অন্যান্য দেশে আশ্রয়ের সন্ধানে চলে গেছেন। পোল্যান্ডে আগে থেকেই বহু ইউক্রেনিয়ান বসবাস করেন। এখন তাদের সঙ্গে বসবাসের জন্য আরও অনেক ইউক্রেনিয়ান আসছেন। হাজার হাজার পোলিশ নাগরিক ইউক্রেনিয়ানদের তাদের বাড়িতে আশ্রয় দিয়েছেন। এই বাড়তি খরচ বহন করার জন্য একটি বিল নিয়ে মঙ্গলবার আলোচনা করতে যাচ্ছে পোল্যান্ডের পার্লামেন্ট।
এই আইনে ইউক্রেনিয়ানদের পোল্যান্ডে ১৮ মাসের জন্য বসবাস, স্বাস্থ্যসেবা এবং সন্তানদের বিনামূল্যের শিক্ষার সুযোগ প্রস্তাব করা হয়েছে। সূত্র : বিবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।