Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাফুফেতে ফের সাইফের অভিযোগ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৮:৩৪ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেফারিং নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফের অভিযোগ জানিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের স্বাক্ষর করা এক চিঠিতে মঙ্গলবার এই অভিযোগ জানানো হয়। ক্লাবটি গত তিন ম্যাচে রেফারি ও সহকারী রেফারির ভুলের শিকার হয়েছে বলে লিখিত অভিযোগে জানানো হয়। তাদের অভিযোগ বিবেচনা না করলে আবারও ফিফা ও আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথা উল্লেখ করেন মাহবুব।

বিপিএলে ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচে ২-১ গোলে হেরে যায় সাইফ। আগের রাউন্ডে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে তারা। ওই ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ রয়েছে সাইফের। ক্লাবটি ভিডিও বিশ্লেষণ করে দেখেছে যে, ওই ম্যাচে তাদের ডিফেন্ডারের হাতে বল স্পর্শ করেনি। পঞ্চম রাউন্ডে রাজশাহীতে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ওই ম্যাচে সাইফের একটি ন্যায্য পেনাল্টি বাতিল হয়েছে বলে দাবি করেন ক্লাব সাধারণ সম্পাদক। এর আগে শেখ রাসেলের বিপক্ষে পেনাল্টিতে ১-০ গোলে হেরে যাওয়ার পর সাইফের ফুটবলাররা রেফারির সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। পরে গত তিন রাউন্ডের রেফারির ভুলগুলো চিহ্নিত করে ভিডিও ফুটেজসহ বাফুফের কাছে অভিযোগ দায়ের করেছে সাইফ স্পোর্টিং।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ