Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভলিবলে পুলিশ, সেনা ও নৌবাহিনীর জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ৮:২০ পিএম

ওয়ালটন স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ, সেনা ও নৌবাহিনী। মঙ্গলবার পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের ম্যাচে সেনাবাহিনী ৩-০ সেটে বাংলাদেশ জেলকে হারায়। একই ভেন্যুতে এই গ্রুপের অপর ম্যাচে নৌবাহিনী ৩-১ সেটে জয় পায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপক্ষে। এদিন ‘খ’ গ্রুপের ম্যাচে পুলিশ ৩-০ সেটে হারায় বাংলাদেশ আনসারকে। বুধবার দুই গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বাংলাদেশ জেল মুখোমুখি হবে বাংলাদেশ নৌবাহিনীর। অন্যদিকে বেলা ১১টায় তিতাস ক্লাব লড়বে বাংলাদেশ আনসারের বিপক্ষে।

এবারের প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ জেল, নৌবাহিনী, বিমান বাহিনী, তিতাস ক্লাব ও বাংলাদেশ আনসার। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। গ্রুপ পর্ব শেষে চারটি দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি দেওয়া হবে। চ্যাম্পিয়ন দল ৪০ হাজার, রানার্সআপ ৩০ হাজার ও তৃতীয় হওয়া দল ২০ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া সেরা এ্যাটাকার, সেরা সেটার, সেরা ডিফেন্ডার ও সেরা লিবারুকে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকেও আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ