Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ফ্রান্স ও জার্মানির নেতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১১:৪৯ এএম

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ মঙ্গলবার পরের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন। এর মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে চীনের ওপর ইউরোপীয় নেতাদের চাপ তৈরির নমুনা হিসাবে দেখা হচ্ছে।

হামলা শুরু হওয়ার পর সোমবার দ্বিতীয় বারের মতো চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াঙ ইয়ির সঙ্গে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেপ বোরেল।

ওই বৈঠকে তিনি চীনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন আলোচনার মাধ্যমে বৈরিতার অবসান এবং বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে আসার সুযোগ দিতে চীন সমর্থন করে।

হামলার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করেছে চীন। কিন্তু এই হামলার নিন্দা জানাতে বা মস্কোর বিরোধিতার ক্ষেত্রে খুব কম ভূমিকা রেখেছে চীন। সূত্র: বিবিসি।



 

Show all comments
  • jack ali ৮ মার্চ, ২০২২, ১২:০৪ পিএম says : 0
    কাপুরুষ জার্মান ও ফ্রান্স তোমরা মুসলমানদেরকে মারতে পারো রাশিয়ার সাথে তোমরা পারো না তোমরা রাশিয়ার ভয়ে ........... করে দিচ্ছ প্রতিদিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ