Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজন ক্রিকেটার মায়ের যে অসাধারণ দৃশ্য ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১১:৫৩ পিএম | আপডেট : ১২:০০ এএম, ৮ মার্চ, ২০২২

ভাইরাল দৃশ্যতে দেখা যাচ্ছে, সন্তান কোলে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ। ম্যাচের জয়-পরাজয় কিংবা ভারত-পাকিস্তানের চিরশত্রুতা ভুলে এখন আলোচনায় ক্রিকেটের এই সুন্দর মুহূর্ত।

নারী বিশ্বকাপে ৬ মার্চ নিজেদের প্রথম এই ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এতে কন্যা সন্তান কোলে নিয়ে বিশ্বকাপ খেলতে গেছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফ।

ম্যাচের আগে ছয় মাসের কন্যা সন্তান ফাতিমাকে নিয়ে মাঠে প্রবেশের ছবি সোশ্যাল মিডিয়ায় আগেই ভাইরাল হয়ে যায়। মাস্ক পরে, ছোট্ট মেয়েকে কোলে নিয়ে মাঠে ঢুকছিলেন বিসমাহ। ছবিটি যে মাতৃত্ব ও নারীশক্তির জয়গানই গাইছিল তা বলার অপেক্ষা রাখে না।

মাতৃত্ব ছুটি থেকে ফিরে এটাই তার প্রথম টুর্নামেন্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) তার হাতে আবারও নেতৃত্ব তুলে দেন। একই সঙ্গে দুধের শিশুকেও সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দেন। যা বিশ্ব ক্রিকেটে বিরল এক দৃষ্টান্ত।

ম্যাচ শুরুর আগেই আইসিসি একটি ছবি পোস্ট করে। যেখানে দেখা যায়, সন্তান কোলে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছেন বিসমাহ মারুফ। আর ম্যাচ শেষে একটি ভিডিও শেয়ার করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। সেটিতে দেখা যায়, বিসমাহ মারুফ ও তার কন্যা সন্তানকে নিয়ে খুনসুটিতে মেতেছে ভারতীয় নারী দলের ক্রিকেটাররা। তারা শিশুর সঙ্গে কথা বলছেন।

ফেসবুকে এ নিয়ে প্রশংসায় ভাসছেন বিসমাহ। আরিফা সীমা নামে একজন লিখেছন, ‌‌'নারীদেরকে ছোট করে দেখার কোন সুযোগ নেই, কারন একমাত্র নারীরাই পারে একসাথে সংসার এবং নিজ কর্মস্থল সমানতালে সামলাতে। অনেক ভালোবাসা আর শুভকামনা রইল মা ও মেয়ের জন্য।'

রেজাউল ইসলাম রেজু লিখেছেন, 'শুভেচ্ছা রইল বিসমাহ মারুফ আপনার জন্য। সেই সঙ্গে শুভ কামনা থাকলো আপনার সন্তানের জন্য। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুক। আমিন।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ