বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বটতলী স্টেশন থেকে একে খান গেইট পর্যন্ত ৭টি রেল ক্রসিং গেইটের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল (সোমবার) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। তিনি বলেন, নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে ৭টি রেল ক্রসিংয়ের আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ একে খান থেকে ফৌজদারহাট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হবে।
চসিকের অভিযান
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ইপিজেড থানার বিএনএস ঈসা খাঁন গেইট থেকে পতেঙ্গা থানার সী-বিচ হয়ে নেভাল একাডেমী পর্যন্ত রিভার সাইড রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে বিভিন্ন পণ্য সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে অসুবিধা সৃষ্টির দায়ে আনোয়ার হোটেলকে ৫ হাজার টাকা, মো. আজমকে ৩ হাজার টাকা, মিম ফার্নিচার, জান্নাত হোটেল, ইউসুফ এন্টারপ্রাইজ ও জামাল হোটেলকে ২ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।