মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার অভিযানের পর থেকেই প্রতিদিন লোকজন ইউক্রেন ছাড়ছে। বেসামরিক লোকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য রাশিয়া সুযোগ করে দিচ্ছে। জীবন বাঁচাতে বহু মানুষ সাধ করে বানানো নিজের বাড়ি ছাড়ছেন।
ইউক্রেনের নাগরিকরা শরণার্থী হয়ে নতুন করে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন। ঠিক যেমন, ১১ বছর বয়সি ইউক্রেনের ছেলেটি। কিছু না বুঝেই রাতের অন্ধকারে ঘর, বাড়ি, মা-বাবাকে ছেড়ে হাজির সেøাভাকিয়ার সীমান্তে। পিঠে তার ছোট্ট একটা ব্যাগ আর হাতের উপর লেখা একটা ফোন নম্বর।
সেøাভাকিয়ার সীমান্তরক্ষীরা তাদের সোশ্যাল মিডিয়া পেজেই এই ছেলেটির ছবি দিয়ে পুরো ঘটনার উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন, ১১ বছরের ছেলেটির মা-বাবা ইউক্রেনেই থেকে যান। আর ছেলেকে বলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে। মা-বাবার কথা ফেলতে পারেনি ছোট্ট ছেলেটি।
কাঁদতে কাঁদতে মাঝরাতে জাপরজাই থেকে সেøাভাকিয়ার সীমান্তে এসে হাজির হয় ছেলেটি। সীমান্তরক্ষীরা জানিয়েছেন, ছেলেটির হাতে লেখা ফোন নাম্বারে ফোন করেই আত্মীয়দের ডেকে আনা হয়। নাবালককে তুলে দেওয়া হয় তাদের হাতে। রক্ষীদের কথায়, ছেলেটির মায়া মাখানো হাসি ভোলা খুব কঠিন। সূত্র : টাইমস নাউ, নিউজ লাইভ টিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।