Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলা গানে মাত করলেন!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

অভিনেত্রী সাবা আজাদের গান নিয়ে আগেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বলিউড নায়ক হৃতিকের সাবেক স্ত্রী সুজান। জানা গেছে, সাবেক প্রেমিক ইমাদ শাহের সঙ্গে বানানো ইলেকট্রনিক মিউজিক ব্যান্ড ‘ম্যাডবয় মিঙ্ক’ নিয়ে আবার মঞ্চে ফিরবেন সাবা। তার ব্যান্ডের প্রচারে অংশ নিয়েছিলেন হৃতিকও। এবার বাংলা গান গেয়ে নেটমাধ্যমে ভাইরাল সাবা আজাদ।
গত রোববার সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ‘মহারাজা তোমারে সেলাম’ গান গেয়ে ইনস্টাগ্রামে ভিডিও দেন সাবা। ক্যাপশনে লেখেন, ছোটবেলায় চলচ্চিত্র উৎসবে ‘গুপী গাইন বাঘা বাইন’ দেখার পর বাবা-মা আমার জন্য ছবিটির গানের ক্যাসেট নিয়ে এসেছিলেন।
তিনি আরও বলেন, সেই সময় বাংলা একদমই বুঝতাম না। তবে কিছু দিনের মধ্যেই এই অ্যালবামের গানগুলো এতটাই ভাল লেগে যায় যে, প্রতিটা গানের প্রত্যেক কথা শিখতে শুরু করি। সেই সঙ্গে সাবার দর্শকদের কাছে অনুরোধ, উচ্চারণে ভুল হলে যেন তাকে ক্ষমা করেন।
সাবার কন্ঠে এই গান শুনে প্রশংসায় ভরিয়ে দেন হৃতিক। সাবার উচ্চারণ নিয়ে দরাজ সার্টিফিকেট দেন অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। ভক্তরাও আপ্লুত সাবার কন্ঠে বাংলা গান শুনে। অনেকেই তার কাছে আরও বাংলা গান শোনানোর আবদার করেছেন। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউজ ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ