নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে আশা জাগালেন লন্ডন প্রবাসী বাংলাদেশের নব্য তারকা অ্যাথলেট ইমরানুর রহমান। ১৬ থেকে ২১ মার্চ পর্যন্ত বেলগ্রেডে অনুষ্ঠিত হবে বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স। তার আগে রোববার লন্ডনে অনানুষ্ঠানিক এক প্রতিযোগিতায় ৬০ মিটার ইনডোরে ইমরানুর ৬.৬৮ সেকেন্ড টাইমিং করে প্রথম হয়েছেন। ঢাকায় জাতীয় অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে তার টাইমিং ছিল ১০.৪০ সেকেন্ড। আনুপাতিক হারে ৬০ মিটারে অনেক ভাল টাইমিং করেছেন ইমরানুর।
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু সোমবার বলেন, ‘আগে ইনডোরে অংশ নেওয়ার রেকর্ড আমাদের তেমন নেই। এবার বেলগ্রেডে আমরা ইমরানুরকে নিয়ে খুবই আশাবাদি। এছাড়া সে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমসেও আমাদের প্রত্যাশা পূরন করবে বলে আশাকরছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।