প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ডেডলাইন অনলাইন জানিয়েছে ওয়ার্নার ব্রাদার্স ‘আই অ্যাম লেজেন্ড’ সিকুয়েলে মূল তারকা উইল স্মিথকে ফিরিয়েই আনছে না তার সঙ্গে যোগ দেবেন ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা মাইকেল বি. জরডান। এই দুই তারকা প্রথম এক ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন, শুধু তাই নয় এরা দুজনই সিকুয়েলটি প্রযোজনা করবেন। অস্কারজয়ী চিত্রনাট্যকার আকিভা গোল্ডস্মিথ আসন্ন ফিল্মটির কাহিনী ও চিত্রনাট্য লিখবেন, প্লট সম্পর্কে কোনও ধারণা প্রকাশ করা হয়নি। জরডান এবং রাপোসো তাদের আউটলিয়ার সোসাইটি এবং স্মিথ জন মোন ওয়েস্টব্রুক স্টুডিওসের পক্ষে ফিল্মটি প্রযোজনা করবেন। উইড রোড পিকচার্সের পক্ষে আকিভা গোল্ডস্মিথ এবং জেমস ল্যাসিটার নির্বাহী প্রযোজনা করবেন। মূল ‘আই অ্যাম লেজেন্ড’ ২০১৭তে মুক্তি পেয়ে ব্লকবাস্টার হয়। রিচার্ড ম্যাথিসনের ১৯৫৪তে প্রকাশিত উপন্যাস অবলম্বনে ফিল্মটির চিত্রনাট্য লিখেছিলেন গোল্ডস্মিথ। ফিল্মে স্মিথ রবার্ট নেভিল নামে এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করেন যে এক ভাইরাস মহামারী থেকে বেঁচে যাওয়া নিউ ইয়র্কের একমাত্র নাগরিক; বাকিরা সবাই ভ্যাম্পায়ারের মত ডার্কসিকারে পরিণত হয়েছে। ‘আই অ্যাম লেজেন্ড’ ৫৮৫ মিলিয়ন ডলার আয় করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।