বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী শহরের বাজির মোড় ও পাতিলবাড়ি রোড এলাকায় মন্টি দত্ত (৩৫) নামের এক যুবককে কয়েক দফা উপর্যুপরি পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। রাত পৌনে ৮ টার দিকে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একসময় স্বর্ণের কারিগর হিসেবে কাজ করলেও সম্প্রতি তিনি বেকার জীবন যাপন করতেন বলে জানা গেছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার (৬ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত সময়ে বাজিরমোড় এলাকার বাংলা মদ বিক্রয়কেন্দ্রের পাশে ১৫-২০ জন যুবক মন্টিকে কয়েক দফা উপর্যুপরি মারধর করে। একপর্যায়ে দৌড়ে পালিয়ে মধ্য কান্দা পাড়া এলাকার অনুকূল ঠাকুরের মন্দিরের সামনের একটি বাড়িতে ঢুকে পড়েন মন্টি। এ সময় পানি খেতে চাইলে ওই বাড়ির গৃহকর্ত্রী তাকে পানি খেতে দেন। খবর পেয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা সেখানে আসেন।
পরে, রাত পৌনে ৮টার দিকে তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত ৮ টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।