Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেঁসেছেন দাবাং গার্ল!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:০২ এএম

দাবাং গার্ল সোনাক্ষী সিনহা ফেঁসেছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকা প্রতারণা মামলায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কেন মামলা হল নায়ক শত্রুঘ্ন সিনহা তনয়া বলিউড নায়িকা সোনাক্ষীর বিরুদ্ধে?
দিল্লিতে একটি অনুষ্ঠান করার জন্য টাকা নিয়েও তাতে যোগ দেননি অভিনেত্রী। ওই টাকা বারবার ফেরত চেয়ে না পেয়ে অনুষ্ঠানের আয়োজক মামলা ঠুকে দিয়েছেন। প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক, মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা।

তিনি দাবি করেন, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ‘লুটেরা’, ‘দাবাং’-এর মতো জনপ্রিয় ছবির নায়িকার। সে জন্য পুরো টাকা নিলেও অনুষ্ঠানে যাননি সোনাক্ষী। টাকা ফেরত চেয়ে সোনাক্ষীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার সাফ জানিয়ে দেন, টাকা ফেরত দেওয়া হবে না।

জানা গেছে, প্রতারণার মামলা দায়েরের পরে ইতোমধ্যে একবার মোরাদাবাদে গিয়ে আদালতে নিজের বক্তব্য রেকর্ড করিয়েছেন অভিনেত্রী। কিন্তু তারপর থেকে তিনি টানা অনুপস্থিত। মামলার প্রয়োজনে তাকে যোগাযোগ করেও সাড়া মেলেনি। এরপরই আদালত সোনাক্ষীর নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সূত্র : ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া ইন্ডিয়া।



 

Show all comments
  • সফিক আহমেদ ৭ মার্চ, ২০২২, ৪:৫৯ এএম says : 0
    অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ