Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে রকেট ইঞ্জিন বিক্রি বন্ধ করেছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:১০ এএম

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রসকসমস ঘোষণা দিয়েছে, তারা সব ধরনের রকেট ইঞ্জিনের চালান বাতিল করবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে প্রতিষ্ঠানটির প্রধান দিমিত্রি রগোজিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেছেন, তাদেরকে ঝাড়ু বা অন্য কিছুতে উড়তে দাও। রাশিয়ান ইঞ্জিন নির্ভরযোগ্য ও শক্তিশালী; যা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স অ্যাটলাস ভি ২০ বছর ধরে ব্যবহার করে আসছে। কয়েক বছর ধরে দেখা যাচ্ছে অ্যাটলাস ও অ্যান্টারেস নব্বইয়ের দশকে ব্যবহ‚ত বিশেষায়িত ইঞ্জিন হওয়ায় এর সক্ষমতা খুব কম। দীর্ঘমেয়াদে একটি শিল্পের অংশ হিসেবে এ পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই রাশিয়ান হার্ডওয়্যারের ওপর নির্ভরতা কমাতে কাজ করছে। বিশেষ করে ২০১৮ সালে ইউএলএ রাশিয়ান আরডি-১৮০ ইঞ্জিনের বিকল্প হিসেবে পরবর্তী প্রজন্মের ভলকান যান তৈরির জন্য বøু অরিজিনকে উৎসাহিত করে। এ বিই-৪ ইঞ্জিনগুলো মহাকাশে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ইউএলও প্রধান টরি ব্রæনো দ্য ভার্জের লরেন গ্রাশকে বলেছিলেন, তারা সেখানে পৌঁছেছে। যাই হোক, এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আরডি-১৮০ ইঞ্জিনের বিকল্প পাওয়ার যথেষ্ট সুযোগ আছে। এ ব্যাপারে সংস্থাটির মন্তব্য চাওয়া হয়েছে। নর্থরপ গ্রæম্যান আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, কেননা তারা সিগনাস ফ্লাইটগুলোয় রাশিয়ার তৈরি আরডি-১৮১ এস পরবর্তী আরো কয়েক বছর ব্যবহারের পরিকল্পনা করেছিল, যা এখন নিষেধাজ্ঞার কবলে। সবাই অবশ্যই জানে স্পেসএক্স ও রকেট ল্যাব দ্রæত আরেক পরিবারের নাম হয়ে উঠছে। যদি পরিবারটি মহাকাশসেবা শিল্পের পাশে হয়। কিন্তু এ বছর রিলেটিভিটির টেরান ১ থ্রিডি প্রিন্টেড রকেটের উড্ডয়নও দেখা যাবে, যখন আস্ট্রার মতো হুট করে আসা প্রতিষ্ঠান দ্রæত, সাবলীল ও সাধারণ উড্ডয়নের ক্ষেত্রে ব্যয়সংকোচনের চেষ্টা করছে। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ