মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্র থেকে তিন হাজার স্বেচ্ছাসেবক ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। শনিবার ওয়াশিংটনে ইউক্রেনের দূতাবাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা ভয়েস অব আমেরিকা। যদিও পাশ্চাত্যের দেশগুলো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে যুদ্ধের জন্য কোনো সৈন্য পাঠায়নি। তবে দেশটিতে যুদ্ধের জন্য অস্ত্র পাঠাচ্ছে তারা। একইসাথে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। কিছু দিন আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনে ১৬ হাজার বিদেশী স্বেচ্ছাসেবক রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছেন। গত ১৭ ফেব্রæয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রæয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।