Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রাদুর্ভাব বাড়ছে হংকংয়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:১০ এএম

মর্গগুলোর ধারণক্ষমতার সীমা প্রায় পূর্ণ হয়ে উঠছে। হাসপাতালগুলোও পরিপূর্ণ। শহরজুড়ে লকডাউন দেয়ার ভয় তীব্র হয়ে গেছে। আতঙ্কিত ক্রেতারা কেনাকাটা করে সুপারমার্কেটের তাকগুলো খালি করে ফেলছে। এখন আবারো এমন পরিস্থিতি তৈরি হয়েছে হংকংয়ে। খবর সিএনএন। একসময় শ‚ন্য কভিড-১৯ এর সফলতার গল্প শুনিয়েছিল হংকং। এখন সেখানে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এত বেশি তীব্র হয়েছে যে সেটা আবার মহামারীর শুরুর দিকের মতোই হয়ে যাচ্ছে। যেখানে এরই মধ্যে কেটে গেছে দুটি বছর। স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে ৭৪ লাখ জনসংখ্যার শহরটিতে গত ২ সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার মানুষ। এই সময়ে হাসপাতালের কার্যক্রম ও সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের এই টেনে আনা হয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে সত্যিকারের সংক্রমণের সংখ্যা আরো বেশি হবে। কারণ অনেকেই পজিটিভ হওয়া সত্তে¡ও তাদের পরীক্ষার ফলাফল জানাননি। কারণ তাদের মধ্যে পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলার বা সরকারি আইসোলেশন সুবিধায় রেখে দেয়ার
ভয় ছিল। সিএনএন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ