Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া পর্যটন খাত শিথিল করছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:১০ এএম

আগামী সপ্তাহ থেকে বালি দ্বীপে অবকাশ যাপনে যাওয়া বিদেশি পর্যটকদের জন্য কোয়ারেন্টিন শিথিল করার কথা বিবেচনা করছে ইন্দোনেশিয়া। দেশটির কর্মকর্তারা শনিবার এ কথা বলেছেন। অন্যদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার ভ্রমণকারীদের বিরুদ্ধে দেয়া বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে প্রতিবেশী মালয়েশিয়া। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিস্তার এবং মূল করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। এতে তাদের পর্যটন খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সিদ্ধান্ত নেয়ার কথা, ইন্দোনেশিয়ায় টিকা নেয়া পর্যটকদের জন্য কতটা ছাড় দেয়া যায়। নৌ সম্পর্ক বিষয়ক সমন্বয়ক ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জোদি মাহারদি বলেছেন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড সহ ২৩টি দেশকে পৌঁছামাত্র ভিসা যোগ্যতায় রাখা হবে। অন্যদিকে কম্বোডিয়া ও থাইল্যান্ডের যেসব মানুষ টিকা নিয়েছেন তারা কোয়ারেন্টিন ছাড়াই ১৫ই মার্চ থেকে মালয়েশিয়া সফরে যেতে পারবেন। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ