Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছায়া সরকারের কয়েকজনের নাগরিকত্ব বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২২, ১২:১০ এএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির নেতৃত্বাধীন সাবেক বেসামরিক প্রশাসন ও বর্তমান ছায়া সরকারের কয়েকজনের নাগরিকত্ব বাতিল করেছে সেনা সরকার। শনিবার এ খবর দিয়েছে সরকারি সূত্র। গত বছর সেনাশাসন জারির কয়েক সপ্তাহ পর ক্ষমতা থেকে বিতাড়িত আইনপ্রণেতারা ‘জাতীয় ঐক্য সরকার (এনইউজি)’ গঠন করেছিলেন। তারা জান্তা সরকারকে উচ্ছেদের ডাক দেন। এর প্রতিক্রিয়ায় সরকার এনইউজে’কে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে। নাগরিকত্ব হারানো ব্যক্তিরা হলেন ছায়া সরকারের মুখপাত্র সাসা, পররাষ্ট্রমন্ত্রী জিন মার অং, স্বরাষ্ট্রমন্ত্রী লিউইন কো লাট, মানবাধিকার বিষয়ক মন্ত্রী অংম মিও মিন। রাষ্ট্রীয় সংবাদপত্র গেøাবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত জান্তা সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোষ্ঠীটি ‘রাষ্ট্রের বিদ্যমান আইন লংঘন করেছে এবং রাষ্ট্রের স্বার্থের ক্ষতি করতে পারে এমন কাজের সাথে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।’ সরকারের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, লেখক ই পেনসিলো এবং অন্যতম আন্দোলনকর্মী মিন ক নাইং ও ই হিনজার মউংয়ের নাগরিকত্বও বাতিল করা হয়েছে। সরকার জানায়, এরকম কাজে আরো কেউ জড়িত থাকলে তাদেরও শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। মিয়ানমারের কোন অংশের ওপর এনইউজি’র নিয়ন্ত্রণ নেই। বিদেশি কোনো সরকার তাদের স্বীকৃতিও দেয়নি। এই সরকারের অনেক সদস্যই লুকিয়ে বা নির্বাসিত রয়েছেন। অং সান সুচিকে ছায়া সরকারের প্রধান করা হয়েছে। সেনা অভ্যুত্থানের পর থেকে সুচি কারাবন্দি। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটিতে তিনি দÐিতও। সব অভিযোগে দোষী সাব্যস্ত হলে সুচির মোট দেড়শ বছরেরও বেশি কারাদÐ হওয়ার কথা। মিয়ানমারে সর্বশেষ সেনা অভ্যুত্থানের পর থেকে অস্থিরতা চলছে। স্থানীয় পর্যবেক্ষণকারী গোষ্ঠীগুলোর দাবি, গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর সেনা সরকারের হামলায় এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ