Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাল্টা ব্যবস্থা : আন্তর্জাতিক সমস্ত রুটে ফ্লাইট বাতিল রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৬:৫২ পিএম

ইউেক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি অনেক দেশই রাশিয়ার উপর ধারাবািহক নিষেধাজ্ঞা দেয়। পশ্চিমাদের এই নিষেধাজ্ঞা জেরে পাল্টা ব্যবস্থা হিসেবে আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট।
আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে আভ্যন্তরীণ রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এছাড়া রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয়নি সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।
এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেয়া বিমান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চালাচল নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে।
পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭টি দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এ কারণে অ্যারোফ্লোট এবং রাশিয়ার অন্যান্য বিমান সংস্থা স্বাভাবিকভাবে পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ