মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবার নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হল মারিউপোলে। স্থানীয় বাসিন্দাদের উদ্ধারে আগামী ন’ঘণ্টার জন্য ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রুশ সেনা।
রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা নাগাদ এমনটাই জানানো হল ইউক্রেনের ওই গুরুত্বপূর্ণ বন্দর শহর কর্তৃপক্ষের তরফে। আজভ সাগরের তীরে মারিউপোল শহরের প্রশাসনের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা চাই, এখানকার মানুষ নিরাপদ কোনও জায়গায় গিয়ে আশ্রয় নিক। এই বিষয়টি নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে আলোচনা এখনও জারি রয়েছে।’
এরই পাশাপাশি জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১২টা (বাংলাদেশ সময় বিকাল ৪ টা) থেকে নাগরিকদের উদ্ধারের কাজ আবার শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তা চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।
শনিবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল রাশিয়া। তার কিছু কয়েক ঘণ্টা পরেই ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি সরকার দাবি করেছিল, সমঝোতা মানছে না রুশ সেনা। সাময়িক যুদ্ধবিরতির মাঝেই মারিউপোলে লাগাতার গোলা বর্ষণ করে চলেছে তারা। যার জেরে ব্যাহত হয়েছিল স্থানীয় নাগরিকদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ। পাল্টা রাশিয়ারও দাবি ছিল, ইউক্রেনীয় সেনাও গোলা বর্ষণ করছে। সূত্র: এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।