মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার অভিযানের পর গত ১০ দিনে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আজ রোববার (৬ মার্চ) এমনটি জানিয়েছেন।
এক টুইটার পোস্টে গ্র্যান্ডি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দ্রুততম ক্রমবর্ধমান শরণার্থী সংকট এটি।
এদিকে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় ৩৮ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে জার্মানিতে গেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে বলেন, জার্মান ফেডারেল পুলিশের কাছে রোববার পর্যন্ত ৩৭ হাজার ৭৮৬ শরণার্থী নিবন্ধন করেছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার জার্মান সংবাদপত্র বিল্ড অ্যাম সোনট্যাগকে বলেছেন যে ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের জার্মানি আতিথ্য দেবে, তাদের জাতীয়তা যাই হোক না কেন। সূত্র : সিএনএন
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।