Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

টাইগারদের জন্য পাওয়ার হিটিং কোচ খুঁজছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৫:২৪ পিএম


দ.আফ্রিকার সফরের আগে বাংলাদেশের কোচিং স্টাফে যোগ হচ্ছে বেশ কিছু নতুন মুখ। গত ৩দিনে নতুন দুই কোচের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস বোলিং কোচ হিসেবে অ্যালন ডোনাল্ডকে নিয়োগ দেয়ার পর শনিবার রাতে শন ম্যাকডারমটকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাওয়ার হিটিং কোচের খোঁজে ক্রিকেট বোর্ড। রোববার রাজধানীর একটি হোটের সংবাদমাধ্যমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘পাওয়ার হিটিং কোচ নিয়োগের ব্যাপারটি আমাদের মাথায় আছে।’

সম্প্রতি সাপোর্ট স্টাফদের ছাঁটাই করেছে বিসিবি। স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ফিল্ডিং কোচ রায়ান কুক, পেস বোলিং কোচ ওটিস গিবসনকে দলের সঙ্গে রাখেনি ক্রিকেট বোর্ড। চাকরি ছাড়ার তালিকায় আছে ফিজিও জুলিয়ান ক্যালফেতো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের নাম।

তাদের জায়গায় নেয়া হয়েছে , জেমি সিডন্স, ডোনাল্ড, ম্যাকডারমটরা। তবে ঘনঘন কোচ পরিবর্তনে বাংলাদেশ ক্রিকেটে নেতিবাচক প্রভাব পড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন,‘অন্যান্য দেশে ২-১ বছর পরপর পরিবর্তন হয়। দল পারফর্ম না করলে অনেক কোচকে বরখাস্ত করে দেয়। একটা অ্যাশেজ হেরেছে বলে ইংল্যান্ড সিলভারউডকে বরখাস্ত করেছে। আধুনিক ক্রিকেটে কেউ ৩-৪ বছর কাজ করবে না। আপনি দীর্ঘমেয়াদী কোচ পাবেন না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শুরু হওয়ার পর ঐ ট্রেন্ড থেকে সবাইকে বের হয়ে আসতে হয়েছে। এখন সবার সংক্ষিপ্ত সময়ের চুক্তি হচ্ছে।’

এছাড়া তিনি বলেন,‘যাদের আমরা পরিবর্তন করেছি তারা প্রত্যেকে দুই বছরের মতো কাজ করেছে। তারপর হয়ত ব্যক্তিগত কারণে থাকছে না। যাদের নিয়ে আসছি তারা এভেইলেবল। তারা যেন দলের সাথে ভালো কাজ করে সেটাই আমাদের উদ্দেশ্য।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ