Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন বাস্কেটবল তারকা রাশিয়ায় গ্রেফতার!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ৪:২১ পিএম

ইউক্রেনে রুশ হামলা নিয়ে এমনিতেই রাশিয়া- আমেরিকা সম্পর্ক আরও তিক্ত হয়েছে৷ এরই মধ্যে আমেরিকার দু' বারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন এক মহিলা বাস্কেটবল খেলোয়াড়কে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করল রাশিয়া৷ নিউ ইয়র্ক থেকে বিমানে রাশিয়া পৌঁছনোর পরেই ওই বাস্কেটবল খেলোয়াড়কে গ্রেফতার করা হয়৷

শনিবার রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের তরফে একটি বিবৃতি দিয়ে মার্কিন ওই খেলোয়াড়কে গ্রেফতারির কথা জানানো হয়েছে৷ বিবৃতিতে দাবি করা হয়েছে, ওই মার্কিন নাগরিকের সঙ্গে থাকা তরলে গাঁজার উপস্থিতির প্রমাণ মিলেছে৷ ধৃত মার্কিন নাগরিকের নাম প্রকাশ্যে না আনা হলেও রাশিয়ার তরফে জানানো হয়েছে, অভিযুক্ত আমেরিকার বাস্কেটবল দলের হয়ে দু' বার অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছেন৷

তবে রাশিয়ার সংবাদমাধ্যম তাস-এর তরফে সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, ধৃত বাস্কেটবল খেলোয়াড়ের নাম ব্রিটনি গ্রিনার৷ দোষী সাব্যস্ত হলে তার পাঁচ থেকে দশ বছর জেল হতে পারে৷ আমেরিকার বহু বাস্কেটবল তারকাই নিজেদের অবসর সময়ে ইউরোপের বিভিন্ন দেশের লিগে খেলে বেড়ান৷ রাশিয়া, ইউক্রেনেও খেলতে আসেন অনেকে৷

ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পরেই রাশিয়ার উপরে একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশ৷ যা নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কোও৷ আমেরিকার নামী বাস্কেটবল তারকার এই গ্রেফতারিতে রুশ- আমেরিকা সম্পর্কে আরও উত্তেজনা বাড়ার আশঙ্কা প্রবল৷ সূত্র: দ্য গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ