Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে নিজ বাসা থেকে নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ২:৫৪ পিএম

রাজধানীর মগবাজারে নিজ বাসা থেকে মোছা. মিনু বেগম (৫০) নামে এক নৃত্যশিল্পীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ মার্চ) লাশটি উদ্ধার করা হয়।

মিনু বরিশালের গৌরনদী থানার কালুপাড়া গ্রামের আব্দুল মান্নান খলিফার মেয়ে। তিনি বড় মগবাজারের এলাকায় থাকতেন।

হাতিরঝিল থানার এসআই মো. হারুন বলেন, পরিবারের কাছে থেকে জানতে পেরেছে সৌদি প্রবাসী নিলয় নামের এক যুবকের সঙ্গে মোবাইলে প্রেম হয় মিনুর। তার সঙ্গে প্রায়ই রাতে কথা বলতেন। শনিবার রাতে মোবাইলে কথা কাটাকাটির একপর্যায়ে মিনু নিজের রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাই ফারুক হোসেন জানান, আমার বোন নৃত্যশিল্পী ছিলেন। বেশ কিছুদিনে আগে সৌদি প্রবাসী নিলয় নামের এক ছেলের সঙ্গে মোবাইলে সম্পর্ক হয়। গত রাতে মোবাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সে। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুলন্ত লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ