Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক -সমাবেশে বক্তারা

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা বলেছেন, বর্তমান সরকার অতীতের যে কোনো সরকারের তুলনায় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যথেষ্ট আন্তরিক। শুধু মাদ্রাসা শিক্ষাই নয়, আরবি শিক্ষার প্রসারে এ সরকার কতটা আন্তরিক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে প্রতিষ্ঠাই তার অন্যতম উদাহরণ। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষকদের একক ও বৃহত্তম সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বর্তমানে সরকার ও মাদ্রাসা শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে চলেছে। গত রোববার বগুড়ার ঐতিহ্যবাহী ঠনঠনিয়া নুরুল আলা নুর সিনিয়র ফাজিল মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে কেন্দ্র সচিব, সুপার সহকারী মাওলানা ও এবতেদায়ী প্রধানদের প্রতিনিধিদের এক বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহম্মেদ মোমতাজী বলেন, জমিয়াতুল মোদার্রেছীনের দক্ষ নেতৃত্বে অতীতে যেমন মাদ্রাসা শিক্ষার সুরক্ষা হয়েছে, তেমনি বর্তমানেও মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসা শিক্ষকদের সকল দাবি-দাওয়া পূরণে সফলতার দৃষ্টান্ত রেখে যাচ্ছে। তিনি বলেন, ‘মাদ্রাসা ও এর শিক্ষকদের উন্নয়নে সম্প্রতি অনেকগুলো মাইলফলক অর্জিত হয়েছে। আমাদের আরও সফলতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বিশেষ করে দ্রুততম সময়ের মধ্যে এবতেদায়ী সেক্টরের সকল দাবি-দাওয়া পূরণ ও জাতীয়করণ করতে হবে। এর কোনো বিকল্প নেই, কারণ এবতেদায়ী সেক্টরকে বাদ দিয়ে মধ্যম ও উচ্চ স্তরে মাদ্রাসা শিক্ষা চলতে পারবে না। মাদ্রাসা শিক্ষার শেকড় এই এবতেদায়ী স্তরেই।’ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও মাদ্রাসা বোর্ড সভার সদস্য অধ্যক্ষ হাসান মাসুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোঃ ইদ্রিস আলী খান, বগুড়া জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার। সংগঠনের জেলা সম্পাদক মাওলানা আব্দুল হাই বারীর স্বাগত ভাষণের পর সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফিজুর রহমান (শেরপুর), রেজাউল বারী (গাবতলী), মাওলানা শাহাদাত হোসেন (দুপচাচিয়া), আবুল কালাম আজাদ (নন্দিগ্রাম), মাওলানা আবদুল মোমিন (সোনাতলা), মোকছেদুর রহমান দুলু (শিবগঞ্জ) প্রমুখ। সভার শুরুতে গুরুতর অসুস্থ সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা এ বি এম তোফায়েল হোসেন খানের আশু আরোগ্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ঠনঠনিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রাগেব হাসান ওসমানী। সমাবেশে বগুড়ার সকল কেন্দ্র সচিব, সুপার/অধ্যক্ষ ও এবতেদায়ী প্রধানগণ ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে সরকার যথেষ্ট আন্তরিক -সমাবেশে বক্তারা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ