রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা সংবাদদাতা
হাইকোর্টের রায়প্রাপ্ত প্যানেলভুক্ত সহকারী শিক্ষক পদে ৫ হাজার শিক্ষককে সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শন্য পদগুলোতে নিয়োগ না দেয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এ ব্যাপারে প্যানেলভুক্ত শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়গুলোর শূন্য পদে অবিলম্বে তাদেরকে নিয়োগ দানের দাবি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবরে গত রোববার স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার ঘোষিত সকল রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষক পদে ২০১২ সালে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে ৪২৬১১ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত হন। সরকার প্যানেলভুক্ত ৪২৬১১ জন সহকারী শিক্ষকদের মধ্য থেকে বিভিন্ন ধাপে ৩৭৬১১ জন শিক্ষককে বিভিন্ন বিদ্যালয়ের শূন্য পদে নিয়োগ প্রদান করলেও ২০১৩ সালে সকল রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার জাতীয়করণের ঘোষণা দিলে প্যানেল থেকে শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে যায়। এব্যাপারে প্যানেলভুক্ত শিক্ষকরা হাইকোর্টে রিট করলে আদালত আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইনগত মতামত এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল অনুষ্ঠিত সভার সুপারিশের প্রেক্ষিতে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সকল রেজি. প্রাথমিক বিদ্যালয়ে (সদ্য জাতীয়করণকৃত) শিক্ষকদের শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার জন্য সহকারী সচিবকে নিয়োগ দানের নির্দেশ দেন। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদফতর আদালতের রায় না মেনে মেধাক্রম অনুযায়ী সকল জেলা শিক্ষা অফিসারকে নিয়োগ দেয়ার নির্দেশ দেন। যা হাইকোর্টের রায়ের পরিপন্থী। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় যে, এখনো ৫ হাজার শিক্ষককে নিয়োগ না দেয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। ইতোমধ্যে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়স পার হয়ে গেছে। অন্যদেরও বয়স পার হওয়ার পথে। নিয়োগবঞ্চিত ৫ হাজার শিক্ষক হাইকোর্টের রায় অনুযায়ী অবিলম্বে তাদেরকে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে শূন্য পদে নিয়োগ দানের জন্য প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালকের সুদৃষ্টি কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।