Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেলা পরিষদ নির্বাচন ভোটারদের দ্বারে দ্বারে সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা না হতেই সুন্দরগঞ্জ উপজেলায় সম্ভাব্য সদস্য প্রার্থীরা ভোটারদের দোরগোড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করাসহ সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে জেলা পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সীমানা নির্ধারণের মাধ্যমে জেলা প্রশাসন সুন্দরগঞ্জ উপজেলাকে এক নম্বর ইউনিট হিসেবে আখ্যায়িত করেন। এদিকে, জেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য পুরুষ ও মহিলা প্রার্থীরা পাল্লা দিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়সহ আশীর্বাদ ও দোয়া কামনা করছেন। অনেকেই আবার নিজের যোগ্যতা ও খ্যাতি তুলে ধরে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এখানে ভোটার ছাড়াও সাধারণ মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে নির্বাচনী গুঞ্জন। এ নিয়ে হাট-বাজার, চায়ের দোকান, হোটেল-রেস্তেরাঁসহ জনসমাগম স্থানগুলোতে কথার ফুলঝুরি বইছে। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও বংশ মর্যাদার কথাও উঠে আসছে। এ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ৩টি ওয়ার্ডে সম্ভাব্য সদস্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ সংরক্ষিত আসনে সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী ও উপাধ্যক্ষ নাসরিন সুলতানা। সাধারণ সদস্য পদে নদী বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ছাদেকুল ইসলাম দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান সুজা, এটিএম এনামুল হক মন্টু, অবসরপ্রাপ্ত পেসকার শফিউল ইসলাম, যুবলীগ নেতা রেজাউল আলম রেজা, মানবাধিকার কর্মী এমদাদুল হক নাদিম, সহকারী অধ্যাপক আব্দুস সামাদ আজাদ, আলহাজ বাদশা মিয়া, পৌর আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, ইউনিয়ন আ’লীগ নেতা গোলাম রব্বানী, প্রভাষক বিদ্যুৎ বর্মন, জাপা নেতা মাহবুব আলম বাবুল, আ’লীগ নেতা মকদুম হোসেন সোহাগ, মেহেদী হাসান মাছুম। উল্লেখ্য, এ নির্বাচনে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা ভোট প্রদান করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেলা পরিষদ নির্বাচন ভোটারদের দ্বারে দ্বারে সম্ভাব্য প্রার্থীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ