Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালিতে হামলায় ২৭ সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এতে কমপক্ষে ২৭ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৩ জন। স্থানীয় সময় শুক্রবার মনদোরো এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে সাত সেনা নিখোঁজ রয়েছে। মনদোরোতে গাড়িবোমা হামলাও চালানো হয়েছে বলে জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহীদের হামলার পাল্টা জবাব দিয়েছে সেনাবাহিনী। এতে ৭০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে বিদ্রোহীদের সম্পর্কে পরিষ্কার তথ্য দেওয়া হয়নি। মালির মধ্যাঞ্চলে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা সক্রিয় রয়েছে। বুরকিনা ফাসোর সঙ্গে মালি সীমান্তের কাছে মনদোরো ঘাঁটি অবস্থিত। এর আগে ওই অঞ্চলে মালির সেনাবাহিনী এবং বিদেশি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে মনদোরো এবং বোলকেসি ক্যাম্পের কাছে এক হামলায় প্রায় ৫০ সেনা নিহত হন। ২০১২ সাল থেকে ওই অঞ্চলে সক্রিয় রয়েছে আল কায়েদা। প্রতিবেশী নাইজার, বুরকিনা ফাসো এবং প্রতিবেশী দেশগুলোতেও বেশ সক্রিয় ছিল এই সংগঠন। দীর্ঘদিন ধরে চলা সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া আরও ২০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। শুধু গত মাসেই ৮ শতাধিক হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ