মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পৃথিবীর একমাত্র সত্যি ভালোবাসা নাকি সন্তান স্নেহ। তাও আবার কেবলমাত্র মায়ের দিক থেকে সন্তানের প্রতি ভালবাসা। এমনটাই মনে করা হয়। এই সত্যিকেই চ্যালেঞ্জ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক পিতা।
নিজের জীবন বাজি রেখে উন্মত্ত ষাঁড়ের হাত থেকে আহত ছেলেকে বাঁচালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভয়ঙ্কর সেই ভিডিও। পিতার অপত্য স্নেহকে স্যালুট জানাচ্ছে নেট দুনিয়া।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কডি হুকস (১৮) নেমেছিলেন বুল ফাইট অর্থাৎ ষাঁড়ের লড়াইয়ের রিংয়ে। মাতাদো হিসেবে তার তেমন একটা অভিজ্ঞতা ছিল না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ষাঁড়ের পিঠে চেপে ময়দানে নামা মাত্র কডিকে পিঠ থেকে ফেলা দেয় ষাঁড়টি।
মাটিতে পড়েই জ্ঞান হারান কডি। দ্রুত দুই তিনজন অভিজ্ঞ মাতাদো ছুটে গিয়ে ষাঁড়টিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। যদিও বাগে আনা যাচ্ছিল না। সে উল্টে মাটিতে পড়ে থাকা আহত কডির দিকে লাফাতে লাফাতে এগিয়ে আসছিল। যা দেখামাত্র দর্শক আসন থেকে রিংয়ে ঝাঁপিয়ে পড়েন পিতা ল্যান্ডিস হুক।
শুরুতে ছেলের চোট বোঝার চেষ্টা করেন ল্যান্ডিস। কিন্তু এর মধ্যে ষাঁড়টি কাছাকাছি চলে আসে। তা বুঝতে পেরেই সন্তানকে আগলে উপুর হয়ে শুয়ে পড়েন ল্যান্ডিস। যাতে করে উন্মত্ত ষাঁড়ের আক্রমণের ঝড় তার উপর দিয়ে যায়। কোনওভাবেই ক্ষতি না হয় কডির। ষাঁড়টি ল্যান্ডিসের কাঁধে ও পিঠে বিরাট সিং দিয়ে আক্রমণ চালালেও দ্বিতীয়বার ছুঁতে পারেনি কডিকে। সূত্র : ডেইলি মেইল, ফাস্টপোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।