Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিঙাড়া-সমুচা নিষিদ্ধ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০২ এএম

ত্রিভুজ আকৃতির খাবার সিঙাড়া কিংবা সমুচা। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পরিচিত খাবার। আর দক্ষিণ এশিয়ার কাউকেই খুঁজে পাওয়া যাবে না যিসি সিঙাড়া-সমুচা খেতে পছন্দ করেন না। কিন্তু, শুনলে অবাক লাগে, এমন দেশও আছে যেখানে সিঙাড়া-সমুচা খাওয়া নিষিদ্ধ।
দেশটি হচ্ছে আফ্রিকার সোমালিয়া। এ দেশে সিঙাড়া-সমুচা খাওয়া নিষিদ্ধ। কেউ ভুল করেও এদেশে খেতে পারে না! আসলে এ দেশে সিঙাড়া-সমুচাই নিষিদ্ধ। কিন্তু কেন? শুনলে আরও একবার হতবাক হতে হবে। সিঙাড়া-সমুচা সোমালিয়ায় নিষিদ্ধ তার আকারের জন্য। এ দু’টি খাবারের আকার ত্রিকোণাকার।
সোমালিয়ার একদল মনে করে এই ত্রিকোণাকার আসলে খ্রিস্টিয় সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির সঙ্গে জড়িত। আরও হচ্ছে দেশটিতে সিঙাড়া-সমুচাকে উগ্রতার প্রতীক ধরা হয়ে থাকে। আবার ভেতরে পুর হিসেবে যে গোশত ব্যবহার করা হয়, তার গুণমান নিয়েও অনেকের আপত্তি থাকে। সব মিলিয়ে সোমালিয়া সিঙাড়া-সমুচা নিয়ে খুবই স্পর্শকাতর। তাই সোমালিয়ায় সিঙাড়া-সমুচা বানানো, কেনা বা খাওয়া নিষিদ্ধ। সূত্র : নিউজ ১৮, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ