মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমরা কি রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বলব? একটি জনস্বার্থ মামলার শুনানি চলাকালীন এ প্রশ্ন করলেন ভারতের প্রধান বিচারপতি এনভি রামানা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে বিপাকে অসংখ্য ভারতীয় নাগরিক। যাঁদের একটা বড় অংশই ইউক্রেনে পড়তে যাওয়া ছাত্রছাত্রী। তাঁদের যাতে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়, সেই দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করা হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে ওঠে সেই মামলা। শুনানি চলাকালীন তিনি বলেন, আমরা এক্ষেত্রে কী করতে পারি? আমরা কি রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধ থামানোর নির্দেশ দেব? মামলাকারীর আইনজীবী আদালতে জানান, ইউক্রেনে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে ভারতীয় শিক্ষার্থীদের। তাই, যত দ্রুত সম্ভব আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনতে হবে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট অবিলম্বে হস্তক্ষেপ করুক। এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষেণ হল, এখানে ভারতের সুপ্রিম কোর্টের কিছুই করার নেই। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।