Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে অনন্ত’র দিন : দ্য ডে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের বহুল আলোচিত বিশ্বমানের সিনেমা দিন: দ্য ডে আগামী ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছেন। সিনেমাটি মুক্তির এই তারিখ আর পেছাবে না বলে জানিয়েছেন তিনি। গত বৃহ¯পতিবার রাতে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজিত দিন: দ্য ডে সিনেমার মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন। অনন্ত জলিল বলেন, আগে আমরা প্রতিযোগিতা করে হলে সিনেমা রিলিজ করতাম। আমার প্রথম সিনেমা খোঁজ: দ্য সার্চ’র সময় সিনেমা ছিল ৮০০টি, আমি তখন রিলিজ করেছিলাম ৪০০ হলে। আমার সর্বশেষ সিনেমা মোস্ট ওয়েলকাম টু ২৮০ হলে রিলিজ করেছিলাম। এখন শুনলাম দেশে সিনেমা হলই আছে মাত্র ৪০টি! এখন তাহলে কয়টা সিনেমার সঙ্গে আমি আমার সিনেমা রিলিজ করবো? তিনি বলেন, এখন প্রযোজক সমিতি সিদ্ধান্ত নেবে, ঈদে দিন: দ্য ডে’র সঙ্গে আর কোনো সিনেমা ভাগাভাগি করবে কিনা। এর মধ্যে আমিও একবার প্রযোজক সমিতিতে যাব, তাদের সঙ্গে মিটিং করবো। এই কয়টা হলে আসলে দুই-তিনটা সিনেমা ভাগাভাগি করে রিলিজ দেওয়ার সুযোগ নেই। অনুষ্ঠানে উপস্থিত প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, আমার মনে হয়, দিন- দ্য ডে’র মতো বিগ বাজেটের একটি সিনেমার সঙ্গে অন্য কেউ সিনেমা মুক্তি দিতে চাইবেন না। তবে ঈদে চলচ্চিত্র মুক্তি দেওয়ার বিষয়টি ওপেন। অনুষ্ঠানে দিন: দ্য ডে সিনেমার তিনটি ভিডিও গান ও ট্রেলার দেখানো হয়। গানগুলো ইরান ও তুরস্কে শুটিং করা। গতকাল গায়ক ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসার গাওয়া সিনেমাটির একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্ত’র দিন : দ্য ডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ