মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ বলেছেন, ইউক্রেনের পক্ষে লড়াইয়ে নামা পশ্চিমা 'ভাড়াটে সেনাদের' আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে কোনো অধিকার ভোগ করতে দেওয়া হবে না। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তাস জানিয়েছে এই হুশিয়ারির খবর।
কোনাশেনকভ বলেন, "আমি একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বলতে চাই, কিয়েভের জাতীয়তাবাদী শাসনের পক্ষে লড়াই করার জন্য পশ্চিমারা যে ভাড়াটে সৈন্যদের ইউক্রেনে পাঠাচ্ছে তাদের কাউকেই আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে যোদ্ধা হিসাবে বিবেচনা করা যাবে না বা যুদ্ধবন্দীর মর্যাদা দেওয়া হবে না।"
অর্থাৎ, যুদ্ধে কোনো বিদেশী সেনাকে যুদ্ধবন্দীর মর্যাদা দেবে না রাশিয়া। এর ফলে আটক হওয়া বিদেশী সেনাদের নির্বিচারে হত্যা করার অনুমতি পাবে রুশ সেনারা। বিদেশী সেনাদের উদ্দেশ্যে কোনাশেনকভ বলেন, "ভাগ্য সহায় হলে আপনারা সর্বোচ্চ অপরাধী হিসেবে বিচারের আশা করতে পারেন।"
কোনাশেনকভ অভিযোগ করেন, ইউক্রেনের জন্য লড়াই করা ভাড়াটে সেনারা পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করেই নাশকতা চালাচ্ছে। তিনি আরও বলেন, বিদেশী ভাড়াটে সৈনারা রাশিয়ার সামরিক বাহিনীর কনভয় এবং সহায়তা প্রদানকারী বিমানগুলোতে আক্রমণ করছে।
আন্তর্জাতিক আদালতে রাশিয়ার এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে একটি তদন্ত শুরুও করেছে। সূত্র : তাস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।